হতভাগা HSC Batch 2018

 HSC বিগত ২৪ বছরের রেকর্ড 



আমাদের ২০১৮ ব্যাচের এই ফলাফলের জন্য দায়ী SSC ব্যাচ ২০১৮, তারা প্রশ্ন ফাস কেলেংকারীকে অন্য লেভেলে পৌঁছে দিয়েছিলো, অবজেক্টিভ সিস্টেম পরিবর্তন করেও ফলাফল না পাওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত প্রশ্ন ফাসের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যার্থতার চাপ আসে সরাসরি শিক্ষকদের উপরে। এরপর আসে আমাদের HSC 18 পরিক্ষা প্রত্যেকটা শিক্ষক এতো বেশি রাগান্বিত ছিলো আমাদের সাথে যেনো HSC ১৮ ব্যাচ সবকিছুর জন্য দায়ী।  কড়া চেক,মেয়েদের হিজাব খুলে চেকিং,এমনকি খাতা চেক করার সময়ও শিক্ষকগণ নিষ্টুরভাবে খাতা চেক করেছেন প্রসংগত নানাবিধ কারণে ২০১৮ সালের পরিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়ার রেকর্ড সবচেয়ে কম। আমি হয়তো গুছিয়ে পুরোটা লিখতে পারছিনা কিন্তু HSC batch 2018 এর প্রত্যেকটা পরিক্ষার্থীই বলতে পারবে আমাদের সাথে কি হয়েছিলো😪

#hscBatch2018


Post a Comment

0 Comments