Web design and development course

#ওয়েবডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্স
যারা ওয়েবডিজাইন কোর্সের জন্য আবেদন করেছেন আশাকরি সবাই জানেন এই কাজটার কেমন চাহিদা। ওয়েবডিজাইন এর চাহিদা ফ্রিলান্সিং মার্কেট প্লেস গুলো তে যেমন আছে তেমনিভাবে অফলাইনেও রয়েছে এর প্রচুর চাহিদা। ওয়েবডিজাইন করে কেউ কেউ লাখ টাকা আয় করছে এই কথায় অনুপ্রেরণা পেয়ে যদি কেউ ওয়েবডিজাইন শিখতে চান তাহলে কিন্তু আপনি ভুল করবেন।কেননা যেখানে ইনকাম বেশি সেখানে পরিশ্রমও বেশি সুতরাং আপনাকে খোজ খবর নিয়ে মাঠে নামতে হবে। ওয়েবডিজাইন শেখার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে।প্রাথমিক যে বিষয় গুলো সম্পর্কে ধারণা রাখতে হয় সেগুলো সম্পর্কে আপনি কতটুকু জানেন?  মাধ্যমিক বিষয় গুলো আপনি কতটুকু জানেন? সেগুলো যাচাই করেন। গুগল আর ইউউটুব তো আছেই। এই  পৃথিবী তে কোন কাজই সহজ নয়, সহজ করে নিতে হয়। আর যেকোনো কঠিব কাজ কে সহজ করার উপায় হল লেগে থাকা। আপনাকে ধৈর্য  ধরে লেগে থাকতে হবে তবেই আপনি সফল হবে। আর ওয়েব ডিজাইন এর প্রাথমিক বিষয় গুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেটা Tiras24 Tv ইউউটুব চ্যানেল এ পেয়ে যাবেন।অথবা https://youtu.be/dnh63kuovoE
 লিংক দেওয়া আছে। আমরা হাজার হাজার টাকা আয় করতে চাই কিন্ত অত্যন্ত কষ্টের বিষয় আমরা শিখতে চাই না জানতে চাই না।এই যে সরকার ফ্রি তে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে বিনামূল্যে ফ্রিলান্সিং শিখাবে সেখানেও আমরা যায় না। ভাইভা হবে এই ভয়ে অথচ একটু চেষ্টা করলেই সেটা সম্ভব। যাইহোক ওয়েবডিজাইন এর চাহিদা সম্পর্কে একটু বলা যাক। ওয়েবডিজাইন এর চাহিদা আগে যেমন ছিল এখন কিন্ত তেমন নেই বরং এখন আগের থেকে কয়েক গুণ বেশি চাহিদা বেড়েছে। বর্তমানে কয়েক মিলিয়ন ওয়েবসাইট রয়েছে রয়েছে প্রতিযোগিতা। ই কমার্সের চাহিদা দিন দিন বেড়েই চলছে। ই কমার্স ব্যবসায়ী দের কাছে ওয়েবসাইট বিক্রি করেই আপনি কত টাকা আয় করতে পারবেন চিন্তা করেন। শুধু বাংলাদেশের চাহিদা পূরণ করতেই কতগুলো ওয়েবসাইট প্র‍য়োজন? এই হিসেব করলেই বেরিয়ে আসে সারা বিশ্ব তে এর কত চাহিদা?  আর এগুলো কে করে ওয়েবসাইট ডিজাইনার আর ডেভেলপার রাই করে থাকে তাই কষ্ট করে শিখতে হবে তাহলেই সফল হবেন। 

Post a Comment

1 Comments