Spellbinder:the other world(part-2)
স্কুল ক্যাম্পে যাওয়ার বাস ছাড়ার সময় প্রায় হয়ে গিয়েছে পল এখনো বাড়িতেই আছে।পল দোতলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছে, বাবা আমি মনে হয় বাস পাবো না তারাতারি চলবে? পলের বাবা মি,ব্রায়ান বিনোদ(BINOD) অস্ট্রেলিয়ার একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। পলের ছোট বোন ক্রিস্টিন তার ঘর থেকে স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে এলো।ক্রিস্টিন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। পল তার ব্যাগপত্র টেবিলের সামনে রেখেছে। ক্রিস্টিন ব্যাগপত্র গুলোর কাছে যেতেই তার পা লেগে গেলো বড় একটা ব্যাগে।পল ক্রিস্টিন কে বলল সাবধান এটা আমার সাইন্স প্রজেক্ট। রেগে গিয়ে বলল কি..এটা?যেন আনইন্সটাইনের থিওরি বলে রুম থেকে বেরিয়ে গেলো। মি,বিনোদ বলল চল যাওয়া যাক। পলের সাইন্স প্রজেক্ট আর স্লিপিং ব্যাগ নিয়ে মি.বিনোদ বেরিয়ে যাবে ঠিক তখনি টেলিফোন বেজে উঠলো। মি.বিনোদ দুই হাতের ব্যাগ ফেলে টেলিফোনের দিকে যাচ্ছে। পল বলছে বাবা যেওনা সময় নাই।কিন্তু মি,বিনোদ গিয়ে ফোন ধরল পল তার বাবা কে ঘড়ি দেখিয়ে বললো বাবা সময় নাই। মি.বিনোদ তার কথায় পাত্তা না দিয়ে বললো পল গবেষণাগারের প্রধান ফোন করেছেন। একমিনিট দাড়াও।পল রাগে ঘর থেকে বেরিয়ে গাড়িতে ক্রিস্টিনের সাথে বসলো। ফোন শেষ করে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পলের স্কুলের দিকে রওয়ানা দিলো। এদিকে পল বাদে বাকি সবাই এসে পড়েছে পলের জন্য বাস ছাড়ছে না। এলেক্স এদিকওদিক তাকিয়ে দেখছে পলকে দেখা যায় কিনা! মিস কিপশন বলছে এলেক্স বাসে উঠো আর,অপেক্ষা করতে পারবোনা।এলেক্স শেষ বার রাস্তার দিকে তাকিয়ে পলের দেখা না পেয়ে বাসে উঠতে যাবে তখনি প্রাইভেট কারের হর্ণ শুনে রাস্তার দিকে তাকিয়ে দেখে পলের বাবার গাড়ি। এলেক্স খুশিতে গদগদ হয়ে মিস কিপশন কে বললো মিস পল আসছে। এলেক্স তার ভিডিও ক্যামেরা দিয়ে পলের গাড়ি থেকে নামবার দৃশ্যটি ভিডিও করছে।গাড়িতে থেকে নেমে ব্যাগপত্র নামাতে যাচ্ছে পল।কিছুটা স্বস্তি নিয়ে মি.বিনোদ বললো, বলছিলাম না পল তারা তোমাকে নিয়ে যাবে। বাবার কথায় পাত্তা না দিয়ে ডিক্রী খুলল পল। দেখে তার স্লিপিং ব্যাগ নাই।বাবা আমার স্লিপিং ব্যাগ কোথায়?মি.বিনোদ ক্রিস্টিন তুমি আননি স্লিপিং ব্যাগ টা। ক্রিস্টিন যেন আকাশ থেকে পড়লো।ক্রিস্টিন বলল না আমি আনিনি।এদিকে এলেক্স ভিডিও করছে আর হাসছে।পল রাগে গরগর বললো বাবা কি করবো এখন?পলের প্রশ্নের উত্তর না দিয়ে মি,বিনোদ মিস কিপশনের দিকে এগিয়ে গেলো। মিস কিপশনের সাথে পরিচিত হচ্ছে মি বিনোদ।মিস কিপশন ঘড়ির দিকে তাকিয়ে বললো আমাদের যাওয়া উচিৎ। মি.বিনোদ বললো একটু দাড়ান আমি পলের স্লিপিং ব্যাগ আনতে ভুলে গেছি ,গাড়ি থেকে একটা চাদর নিয়ে এসে পলকে দিয়ে বলল পল মনে রেখো ক্যাম্পে কিন্তু পড়াশুনো করতে যাচ্ছ।মনোযোগী থেকো। পল তার বাবা আর বোন কে বিদায় জানিয়ে বাসের দিকে ফিরতেই দেখলো এলেক্স ভিডিও করছে।বিরক্তি নিয়ে পল জিজ্ঞেস করলো এতক্ষণ ধরে তুই ভিডিও করছিলি? এলেক্স এক ফোকলা হাসি নিয়ে মাথা নাড়িয়ে হ্যা সূচক জবাব দিলো। পল বাসে উঠবার সময় এলেক্স থেকে ক্যামেরা টা নিতে চেয়েছিল কিন্তু পারেনি।বাস চলছে। এলেক্সও বাসের জানালা দিয়ে ভিডিও করছে।হঠাৎ এলেক্স ক্যামেরা নিয়ে পলের কাছে গেলো।পলের মন এখনো ভাল হয়নি। এর মাঝে এলেক্স এসে পলের দিকে ক্যামেরা ধরে জিজ্ঞেস করলো তুই কাকে পছন্দ করিস? পল উত্তর দিলো যা এখান থেকে। পলের কাছে পাত্তা না পেয়ে এলেক্স এখন ক্যাটরিনার কাছে গেলো। পল একই প্রশ্ন করলো ক্যাটরিনা বল তুই কাকে পছন্দ করিস?ক্যাটরিনা তার বিশ ডলারের কথা এখনও ভুলে নি।বিশ ডলার হারানোর ক্ষোভ নিয়ে প্রথমেই কুত্তা বলে গালি দিয়ে শুরু করলো,তুই আর পল আমার ২০ ডলার নষ্ট করছিস। পল এতক্ষণ চুপ করে বসেছিল এখন একটু নেড়েচেড়ে বসলো। ক্যাটরিনা আবার বলতে শুরু করল আমি জানি তোরা দুইজন কালকে ল্যাবে কি করছিলি। তোরা গান পাউডার বানাচ্ছিলি। বলা শেষ করেই ল্যাব থেকে পাওয়া আধপোড়া কাগজটা তাদের দেখালো।পল এলেক্সের দিকে তাকিয়ে আছে।পল আর আমি কখনো এমন দায়িত্বহীন কাজ করতে পারি না।ক্যাটরিনা তার সিটে বসে গেলো। এলেক্স পলকে শান্ত করার জন্য বলছে,চিন্তা করিস না ক্যাটরিনা কিছুই প্রমাণ করতে পারবে না।এলেক্সের শান্ত্বনায় কাজ হলো না পলের রাগ আরো বেড়ে গেলো কিন্তু কোন কথা না বলে চুপ করে রইলো।বাস থেকে নেমেই এলেক্স দুস্টুমিতে ব্যাস্ত হয়ে পড়লো। মিস কিপশন এলেক্স কে শান্ত্ব হতে বললো। (চলবে....)
![]() |
| spellbinder Spellbinder:the other world(part-2) |

0 Comments