অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ও আমার কিছু কথা

 অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ও আমার কিছু কথা 

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই কিছু রাজনৈতিক  লোকজন প্রতিহিংসামূলক আচরণ শুরু করেন । খুঁজে খুঁজে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ,ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করতে থাকে । যদিও পূর্বে এ কাজ আওয়ামী লীগ নেতারও করেছেন। প্রতিহিংসার আগুন থেকে রক্ষা পায়নি আওয়ামীপন্থী হিন্দুরাও।আবার অনেকেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে । যদিও বাংলাদেশে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে থাকে । আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো ।


ছবিতে এক হিন্দু ভাইয়ের মতামত

আমার গ্রামের নাম হরিপুর, আমার ছোটো বেলায় সেখানে ২০-২৫ টা হিন্দু পরিবার ছিলো। আমরা কখনো তাদের আলাদাভাবে দেখিনি না তারা আমাদের দেখেছে। আমাদের যেকোনো প্রয়োজনে যেমন তাদের পাশে পেয়েছি তারাও আমাদের পাশে পেয়েছে।আমার বাবার হিন্দু বন্ধুরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছেন। অনেকের সাথে মাঝে মধ্যে আমার সাথে দেখা হলে আমার বাবার খোজ খবর নেন, এ কথা আমার বাবাকে যখন বলি তখন তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।ব্রাহ্মণবাড়িয়ায় পাশাপাশি মসজিদ মন্দির দৃশ্যমান বেশ কয়েক জায়গায়।  অসাম্প্রদায়িক বাঙালি চেতনা আমাদের  মধ্যে ছোট্টো বেলা থেকেই ছিলো। দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সবাইকে বিবেচনা করা ঠিক না। 

ছবিতে এক হিন্দু ভাইয়ের কৃতজ্ঞতা স্বীকার

আর হিন্দু মুসলিম দাঙ্গা বাধিয়ে রাজনীতি করা কাদের ট্রাম্প কার্ড সংখ্যালঘুরা হয়তো এতোদিনে ভালোভাবে টের পেয়েছেন। সুতরাং আপনারা সচেতন হোন। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এদেশ আপনার আমার সবার💝। আমরা সবাই অন্য দেশের ৪র্থ শ্রেণির নাগরিক হিসেবে না থেকে নিজের দেশে বীরের বেশে মাথা উঁচু করে বেচে থাকতে চাই। মনে রাখবেন ইসলাম সকল ধর্মকে সম্মান করে। 


Post a Comment

0 Comments