Spellbinder:the other world(part-1)
১৯৯০ সাল।অস্ট্রেলিয়ার নামকরা একটি মাধ্যমিক বিদ্যালয়ের টিফিন পিরিয়ড চলছে।এই সময়ে পল আর এলেক্স দুজনে মিলে একটা এক্সপিরিমেন্ট করছে গান পাউডার তৈরিকরণ নিয়ে। গান পাউডার হল আমাদের দেশে যেগুলো কে বাজি বলে, বাজি বিশেষ বিশেষ অনুষ্টানে ফুটানো হয় যেমন বিয়ের দিন অথবা নিউ ইয়ারের দিন আতশবাজি করার জন্য এগুলো বেশি ব্যবহৃত হয়। তবে ৯০ এর দশকে এগুলোর এত প্রচলন ছিল না। গান পাউডার তৈরিকরণের জন্য বিশেষ একটা ক্যামিকেল লাগবে যেটা প্রিন্সিপালের রুমে আছে আর সেটা আনার দায় পড়েছে এলেক্সের উপরে।
![]() |
| spellbinder |
এলেক্স চলে গেল ক্যামিকেল আনার জন্য। পল এক্সপেরিমেন্টে মনোযোগী হতে হল কারন এই এক্সপিরিমেন্টের বাকি সকল ক্যামিকেল তাদের বান্ধবী ক্যাটরিনার টাকায় কেনা। পল খুবই সতর্কতারর সাথে এক্সপেরিমেন্টস করছে।এমনিতেও পল মেধাবী ছাত্র।কোন কিছু করলে সে মনোযোগী হয়েই করে। এলেক্স প্রিন্সিপালের রুম থেকে ক্যামিকেল নিয়ে বের হতেই সামনে প্রিন্সিপাল। প্রিন্সিপাল খানিকটা অবাক হয়েই জিজ্ঞেস করলো, কি মানিকচাঁদ এখানে কি করছো?থতমত করে এলেক্স উত্তর দিলো, স্যার আমি চিন্তিত কারন বাথরুম থেকে ধোয়া বের হচ্ছে।এক কথা শুনে স্যার বাথরুমের দিকে দিলো দৌড়। এলেক্স পড়াশোনায় ভাল না হলেও তার বিশেষ দুটো গুণ আছে একটা হল সে অন্যের কন্ঠ নকল করতে পারে অপরটি হল বাস্কেটবল খুব ভাল খেলতে পারে। যায়হোক ক্যামিকেল নিয়ে ল্যাবের দিকে যাবে তখনি দেখতে পেল ক্যাটরিনা আর মিস কিপশন এদিকেই আসছে।এলেক্স দরজার আড়ালে গিয়ে তাদের কথোপকথন শ্রবণ করার চেস্টা করছে।ক্যাটরিনা বলছে ম্যাম আমার এক্সপিরিমেন্টের সব কিছু সংগ্রহ করেছি। মিস কিপশন শাবাস,তুমি সঠিকভাবে কাজ করছো এগিয়ে যাও। আগামীকাল সূর্যগ্রহণ(Solar Eclipse) হবে। তারা চলে যাবার পর এলেক্স ক্যামিকেল নিয়ে এক ধাক্কায় ল্যাবের দরজা খুলে পলকে চমকে দেয়ার জন্য প্রিন্সিপালের কণ্ঠে বলল,তুমি এখানে কি করছো? পল মনোযোগ দিয়ে এক্সপেরিমেন্ট করছিলো হঠাৎ প্রিন্সিপালের কন্ঠ শুনে পল যেন লাফ দিয়ে উঠলো। পিছনে ঘুরে দেখতেই তার ভয় কেটে রাগ চলে আসলো এলেক্সের উপরে, কারন এমনিতেই এত দেরি করে আসছে তার উপরে আবার এমন কান্ড। রাগ কিছুটা নিয়ন্ত্রণ করে বলল চুপ কর ক্যামিকেল টা দে সময় শেষ হয়ে যাচ্ছে। পল এলেক্সে বলল তুই এই ক্যামিকেল টা ঢাল বলা শেষ না হতেই এলেক্সের হাতে লেগে একটা কাছের ছোট নল পড়ে গেল।পল একটু রাগ নিয়েই বলল সাবধানে এলেক্স এটা ক্যাটরিনার এক্সপেরিমেন্ট। পলের কথায় পাত্তা না দিয়ে এলেক্স ইয়ার্কি শুরু করলো ক্যাটরিনার মানেই তো তোর।ইয়ার্কি তে পলের হাসি না পেলেও সে নিজে বেখাপ্পা হাসি শুরু করে।হাসতে হাসতে তার হাতের বিস্ফোরক ক্যামিকেলটি পাত্রে দিতে গিয়ে জ্বলন্ত আগুনে দিয়ে দিলো আর যা হবার তাই হলো।বড় বিস্ফোরণ না হলেও টেবিলে যা ছিল তা আধাআধি পুড়ে গেছে।দুজনে ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভানোর চেস্টা করছে সে সময়ে ক্যাটরিনা দ্রুত ল্যাবের দিকে এগিয়ে আসছে আর বলছে আমার এক্সপিরিমেন্ট হায় হায় আমার এক্সপিরিমেন্ট। তার পিছনে মিস কিপশনও এসেছে। মিস কিপশন, কি হয়েছে এখানে? দুজনে এক্সটিংগুইসার হাতে দাড়িয়ে আছে। মিস কিপশন, কি হলো? পল এখনো দাড়িয়ে আছে কিন্তু এলেক্স বলা আরম্ভ করলো কিছু না ম্যাম কিছু না সব ঠিক আছে।আমার মাথা ব্যথা করছিলো, পল আমাকে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলো হঠাৎ আমরা ল্যাবে ধোয়া দেখে এক্সটিংগুইসার নিয়ে ছুটে আসলাম।ক্যাটরিনা ও মিস কিপশন কারোর ই বিশ্বাস হচ্ছে না।মিস কিপশন পলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তোমরা এসে কাউকে দেখেছো? পল মিথ্যা বলে না এটা এলেক্স জানে তাই সে আবার একটা অভিনয় শুরু করলো।জোরেশোরে কাশি দিতে শুরু করলো যেন এক্সটিংগুইসারের পাউডারে সে অসুস্থ হয়ে পড়েছে। এই অভিনয়টা পল ছাড়া আর কেউ বুঝতে পারেনি।মিস কিপশন আর কোন প্রশ্ন করলো না।তাদের কে উৎসাহ দিয়ে বললো তোমরা দুজনে এক্সটিংগুইসার দিয়ে খুব ভাল কাজ করেছো।নয়ত আগুনে সব পুড়ে ছাই হয়ে যেত।আসো এখন ফ্রেশ হও নয়ত আগামীকাল স্কুল ক্যাম্প মিস করবে। এলেক্স মিস কিপশনের সাথে চলে গেল।ক্যাটরিনা ভাল করে টেবিলের আশেপাশে দেখছে কোন কিছু অবশিষ্ট আছে কিনা।পল করুণার সুরে বলল আমি খুবই দু:খিত ক্যাটরিনা তোমার এক্সপেরিমেন্ট পুড়ে গেছে।আমার ২০ ডলার জলে গেল বললো ক্যাটরিনা। আমি একটু ফ্রেশ হয়ে আসি,রুম থেকে বের হয়ে গেলো পল।ক্যাটরিনা দেখতে পেলো টেবিলের নিছে একটা কাগজ টা হাতে নিয়ে অবাক হলো ক্যাটরিনা কারন এটাতে পলের হাতে লেখা গান পাউডার ফর্মুলা।.. (চলবে)

3 Comments
nice story next part kbe asbe?
ReplyDeleteVery interesting
ReplyDeleteNext kbe
ReplyDelete